ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘বিএনপি নির্বাচন না করে মানুষ মেরেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
‘বিএনপি নির্বাচন না করে মানুষ মেরেছে’

নারায়ণগঞ্জ: বিএনপি বিগত বছরের নির্বাচন না করে মানুষ হত্যা করেছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের পাঁচ নম্বর ঘাটে শীতলক্ষ্যার তীরে ২০টি নৌযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে অসংখ্য নারী শিশুসহ সাধারণ মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।

তাদের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি।

তিনি বিএনপির এক নেতার বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটক করতে জানে না। নাটক করলে বিএনপিই করে। এর আগেও বিএনপি জজ মিয়া নাটক সৃষ্টি করেছিল যা ধরা পড়েছে।  

বক্তব্য শেষে নামফলক উন্মোচন ও ২০ পাউন্ডের কেক কেটে ২০টি নৌযানের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এরপর শীতলক্ষ্যার তীরে নোঙর করে রাখা ২০টি নৌযান পরিদর্শন করেন মন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা।

এ সময় নৌ-পরিবহন মন্ত্রী বলেন, একসঙ্গে ২০টি নৌযান উদ্বোধনের ঘটনা বিরল। বিগত আট বছরে আমরা ৭০টি ড্রেজার সংগ্রহ করেছি। আমাদের প্রয়োজন দুইশ’টির মতো ড্রেজার। আমাদের সবমিলিয়ে এখন রয়েছে একশ’টির মত।

অচিরেই শীতলক্ষ্যা নদীর খনন কাজ শুরু হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ডান্ডি ছিল। এখানে অনেক বড় বড় জাহাজ আসতো। যে কারণে নারায়ণগঞ্জ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল। শীতলক্ষ্যা খনন হলে সেই আগের অবস্থায় ফিরে আসবে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি বদিউজ্জামান বাদল, বিআইডব্লিউটিএর সচিব মো. আবুল বাসার, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন, উপ পরিচালক মো. শহীদুল্লাহ, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।