ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম-ছবি-বাংলানিউজ

রাজশাহী: প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে স্বাস্থসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৮ এপ্রিল ) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনমোহনী উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আনোয়ার হাবিব প্রধান বক্তা ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সরকার মরিয়া হয়ে দেশের উন্নয়নে কাজ করছে।  

জোট সরকার নিজের স্বার্থ ছাড়া জনগণকে কিছু দিতে পারেনি। তাই জনগণও বুঝতে পারছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশের উন্নয়ন করা সম্ভব। শিক্ষাকে এগিয়ে নিতেও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হচ্ছে-যোগ করেন তিনি।  

শহীদ আসাদ ফাউন্ডেশনের সভাপতি ডা. আজিজুল্ল্যাহ এম নূরুজ্জামানের সভাপতিত্বে মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, পিএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, শরীয়তপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. হাফিজউদ্দিন আহমেদ, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা, সিভিল সার্জন ডা. সঞ্জয় কামার সাহা ও মীর আহমেদ আলী টুটুল এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে প্রতিমন্ত্রী আড়ানী মনমোহনী উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। চারতলা ভবনটি শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে।

প্রতিমন্ত্রী আরো একটি চারতলা ভবন নির্মাণের আশ্বাস দেন। বিকেলে তিনি একটি ফুটবল ম্যাচেরও উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসএস/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ