ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাওরাঞ্চলে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
হাওরাঞ্চলে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি অষ্টগ্রাম-ইটনা-মিঠাইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির মানববন্ধন/ছবি: মুজিবুর-বাংলানিউজ

ঢাকা: হাওরাঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে দ্রুত সরকারি-বেসরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অষ্টগ্রাম-ইটনা-মিঠাইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি।

শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ আহ্বান জানায়।

মানববন্ধনে বক্তরা বলেন, অকাল বন্যায় হাওরাঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে।

চোখের সামনে কৃষকের ফসল তলিয়ে গেছে। কৃষি অধিদপ্তরের হিসেবে ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। পানির নিচে ধান পচে নানাবিধ কেমিক্যাল দূষণে দুই হাজার মেট্রিক টন মাছ মরে গেছে।

এ অবস্থায় হাওরাঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকারি-বেসরকারি সাহায্যের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে হাওরের ফসল ইরি-বোরো ধান বন্যার হাত থেকে রক্ষা করতে স্থায়ীভাবে নদী-নালা খনন, নদীর তীরে বাঁধ নির্মাণ, সব ঋণ মওকুফ, হাওর অঞ্চল বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ দশ দফা দাবি তুলে ধরা হয়।

এমময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি হাজি সোলায়মান, সাধারণ সম্পাদক বিমল কুমার, সহ সভাপতি আতাউর রহমান, নাসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।