ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জজ কোর্ট এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর আদালত প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ ডা. একেএম আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী, জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, আইনজীবী সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ