ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেবহাটায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
দেবহাটায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজগার আলী নামে এক হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আজগার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম, ইউনুচ আলী, ফিরোজা বেগম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ বাংলানিউজকে জানান, সকালে কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস সখিপুরের ডেল্টা মোড়ে এলে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চাপা লেগে ঘটনাস্থলেই হেলপার আজগারের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত ৩০ জন যাত্রী।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ