ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাল্যবিয়ে চেষ্টা, কাকা ও বরের কারাদন্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
বাল্যবিয়ে চেষ্টা, কাকা ও বরের কারাদন্ড আদালতের প্রতীকী ছবি

বরিশাল : আগৈলঝাড়ায় জোরপূর্বক বাল্য বিয়ে দেয়ার চেষ্টার ঘটনায় কন্যার কাকা (চাচা) ও বরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া কন্যার বাবার দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন পরিচালিত ভ্রাম্যমান আদালত এই রায় দেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বারপাইকা গ্রামের নিপুল করের মেয়ে (বারপাইকা স্কুলের এসএসসি পরীক্ষার্থী) নীলিমা করের সাথে মোল্লাপাড়ার আদিত্য সরকারের ছেলে অমর সরকারের বিয়ে ঠিক করা হয়।

বিয়েতে নীলিমা কর রাজী না হলে কাকা রনি তাকে মারধর করেন। মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে আহত হন নীলিমার মা ও বোন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিতে গেলে নিলিমাকে জোরপূর্বক তুলে নিতে চান পাত্র অমর সরকার। এসময় লোকজন এগিয়ে এসে নিলীমাকে উদ্ধার করেন। এরপর থানায় এসে কাকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন নীলিমা।

বুধবার বাবা নিপুল করকে ১০ হাজার টাকা জরিমানা ও পাত্র অমর সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরদিন বৃহস্পতিবার কাকা রনি করকে আটক করে এক বছরের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।  
 বাংলাদেশ সময় : ০৬২০ঘন্টা, এপ্রিল ২৮, ২০১৭

এমএস/এসআই/জেএম


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।