ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক তিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
সাভারে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক তিন সাভারের মানচিত্র


সাভার(ঢাকা): সাভারের  জঙ্গী সন্দেহে তিন জনকে আটক করেছে ব্যাব-৪ এর একটি দল। আটককৃদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে ৠাব জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়া থেকে তাদেরকে আটক করা হয়।
 ৠাব-৪(সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়িয়াতে জরুরি চেকপোষ্ট বসায় ৠাব।

এ সময় ঝিটকা থেকে গাবতলীগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস তল্লাশি করে তিন যুবককে আটক করা হয়। ‌ এসময় তাদের কাছ থেকে উল্লেখিত মালামাল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়:০৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসআই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad