ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২জন হতাহত  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২জন হতাহত   ঢাকার মানচিত্র

ঢাকা: রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোডে সড়ক ‍দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় গাজীপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ওপর আছড়ে পড়ে। এ সময় ট্রাকের উপরে থাকা শ্রমিক দুলাল মিয়া (৪৫) ও আবদুস সাত্তার (৪৫) গুরুতর আহত হন।

আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাত্তার চিকিৎসাধীন রয়েছেন।

ওই ট্রাকে থাকা ওপর শ্রমিক ইব্রাহীম মিয়া জানান, গাজিপুরে থেকে ডিজেলের খালি ট্যাংক বোঝাই করে সাভার নিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রাকটি উত্তরা জসিম উদ্দিন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ওপর আছড়ে পড়ে।  

ঢামেকে পুলিশবক্স-এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত দুলালের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়:০২৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এজেডএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।