ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর মাতুয়াইল মেডিকেলের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় সেলিনা খাতুন (৫৫) নামে এক নারী মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোলেমানপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

ঘটনার সময় সেলিনার সঙ্গে তার মেয়ে সুরভী আক্তার ও খালা মমতাজ খাতুন ছিলেন।

সুরভী জানান, কয়েকদিন আগে সেলিনা তার বাসায় বেড়াতে আসেন। তারা থাকেন মাতুয়াইলের শামীমবাগ। যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। রায়েরবাগ থেকে বাসায় ফেরার পথে মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় সেলিনাকে একটি বাস ধাক্কা দেয়। গ‍ুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‍নিয়ে যাওয়া হয়।  

ঢামেকে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এজেডএস/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।