ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নতুন ডাক টিকিট উদ্বোধন করলেন রেলমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
 নতুন ডাক টিকিট উদ্বোধন করলেন রেলমন্ত্রী হার্ডিঞ্জ ব্রিজ

ঢাকা: পদ্মা নদীর ওপর রেলওয়ের হার্ডিঞ্জ ব্রিজের শতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক (এমপি)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধন উপলক্ষে রেলমন্ত্রী মুজিবুল হক ওই সেতুর গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শুধু একটি সেতু নয়, এটা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ।

ব্রিজটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে অনন্য স্থাপত্য।

রেলমন্ত্রী এ সময় ২৫ টাকা মূল্যমানের দু’টি স্মারক ডাকটিকিট, ৫০ টাকা মূল্যমানের একটি স্যুভেনির শিট, ১০ টাকা মূল্যমানের দু’টি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড স্বাক্ষরের মাধ্যমে অবমুক্ত করেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিনের সভাপতিত্বে রেলভবনে স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসএ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।