ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৮

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে বঙ্গবন্ধু মেমরিয়াল কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশসহ আট জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিমুল হোসেন, জনি আহম্মেদ, আকাশ হোসেন, মারুফ হোসেন, নাসির হোসেন, ও শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) একবাল হোসেন ও দুই পুলিশ সদস্য।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (‌ইউএনও) উসমান গণি বাংলানিউজকে জানান, দুপুরে বঙ্গবন্ধু মেমরিয়াল কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় শিক্ষার্থীদের ইট পাটকেলের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।