ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীদের অবরোধ পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
টঙ্গীতে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীদের অবরোধ পণ্ড টঙ্গীতে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীদের অবরোধ পণ্ড

গাজীপুর: পুলিশের ধাওয়ায় গাজীপুরের টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ-মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে।

গাজীপুরে চার স্কুল শিক্ষককে অপসারণের প্রতিবাদে ও তাদের পুণর্বহালের দাবিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

খবর পেয়ে পুলিশ এসে তাদের লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা বিভিন্ন দিকে ছুটে যান।

এ সময় পুলিশের লাঠির আঘাতে ৫-৭ শিক্ষার্থী আহত হন অভিযোগ শিক্ষার্থীদের।    

বেলা পৌনে ১১টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন বাটা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

এলাকাবাসী জানান, টঙ্গীতে আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ  এবং অপসারিত চার শিক্ষককে প‍ুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।  

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় স্কুলের চার শিক্ষক আবু হারুন, আবু বকর সিদ্দিক, দুলাল হোসেন এবং মজনুকে সম্প্রতি অপসারণ করে বিদ্যালয় পরিচালনা কমিটি।

এর আগেও স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, টঙ্গীর আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষককে অপসারণ করে স্কুল পরিচালনা কমিটি। এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখলে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা সরে যাওয়ায় যান চলাচল সাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

** টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭ (আপডেট সময়ে: ১৩৩০ ঘণ্টা)
আরএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।