ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যামেরনের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যামেরনের সাক্ষাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যক্তিগত সফরে ঢাকায় আসা যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে।

একদিনের সফরে বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১১টায় ব্যাংকক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ক্যামেরন।

সফরে বৃহস্পতিবার দুপুরে একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন ক্যামেরন, যেখানে ডিএফএআইডির সহায়তায় দক্ষকর্মী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়।

এরপর বেলা ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন তিনি।  

সন্ধ্যায় ঢাকা ছাড়বেন ডেভিড ক্যামেরন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।