ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বাণিজ্যিক ভবনে সন্ত্রাসীদের চাঁদা দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
সাভারে বাণিজ্যিক ভবনে সন্ত্রাসীদের চাঁদা দাবি

সাভার, ঢাকা: সাভারে ভরসা মার্কেটের সংস্কার কাজ বন্ধ করে চাঁদা দাবি করেছে এক দল সন্ত্রাসী। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে বিরুলিয়া রোডে মার্কেটের সংস্কার কাজে বাধা দেয় তারা।

মার্কেটের মালিক খান মোসারফ শিপার জানান, কয়েকজন সন্ত্রাসী তার বাণিজ্যিক ভবনের সংস্কার কাজে বাধা দিয়েছে। তারা শ্রমিকদের হুমকি-ধামকি দিয়ে কিছু সময় ভবনের সংস্কার কাজ বন্ধ করে ম্যানেজারের কাছে দশ লাখ টাকা দাবি করে।

টাকা না পেলে হাত-পা কেটে ফেলার হুমকিও দেয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পর্রিদশক (এসআই) মোমেনুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।