ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৮ মে পতিসর পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
৮ মে পতিসর পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি পতিসর-ছবি: বাংলানিউজ

নওগাঁ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ে ৮ মে পতিসর পরিদর্শনে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ উপলক্ষে বুধবার (২৬ এপ্রিল) পতিসর পরিদর্শন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে পতিসরে আসেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. ইব্রাহিম হোসেন ও প্রত্মতত্ব অধিদপ্তরের পরিচালক আলতাফ হোসেন।

পরে মন্ত্রী পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির আগমন বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোখলেছুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।