ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিকাশের টাকা আত্মসাতের ঘটনায় আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
বিকাশের টাকা আত্মসাতের ঘটনায় আটক ৫ আটক প্রতারণা চক্রের এক নারীসহ পাঁচ সদস্য

ঢাকা: প্রতারণার মাধ্যমে বিকাশের টাকা আত্মসাতের ঘটনায় প্রতারণা চক্রের এক নারীসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুর রহমান রিপন (২৬), আব্দুল আওয়াল খান রনি (৪৫), দানেজ উদ্দীন (২৬), টিটো (২২) ও নাহিদা সুলতানা পুষ্প (২৪)।

এদের মধ্যে দানেজ উদ্দীন নিজেকে ভোরের সংবাদ পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দাবি করে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে বলেন, একটি দোকানে বিকাশের মোবাইল চুরি করে টাকা আত্মসাতের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
পিএম/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।