ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লামায় ৩ বস্তা সরকারি বইসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
লামায় ৩ বস্তা সরকারি বইসহ আটক ১

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বিক্রির সময় তিন বস্তা সরকারি পাঠ্যবই জব্দ করেছেন স্থানীয়রা। এসময় বইবাহী মাহেন্দ্রসহ (থ্রি-হুইলার) ক্রেতা মো. জসিম উদ্দীনকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছেন তারা। 

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার রূপসীপাড়া বাজার এলাকা থেকে বই ও মাহেন্দ্রসহ তাকে আটক করা হয়।  

স্থানীয়রা জানান, সরকারি বই বেচা-কেনা নিষিদ্ধ।

তা সত্ত্বেও রূপসীপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বিভিন্ন শ্রেণির তিন বস্তা বই দুই হাজার টাকার বিনিময়ে ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। খবর পেয়ে স্থানীয়রা বই বোঝাই মাহেন্দ্রসহ ক্রেতা জসিমকে আটক করে পুলিশের দেন।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম জানান, তার ব্যক্তিগত সিদ্ধান্তে বইগুলো বিক্রি করা হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পুরনো বইগুলো বিক্রি করা হয়।  

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু বাংলানিউজকে জানান, জব্দকৃত বইগুলো লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গুদামে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।