ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মান্দায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
মান্দায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নওগাঁ: পারিবারিক কলহের জের ধরে নওগাঁর মান্দা উপজেলায় শাকিলা খাতুন (২০) নামে এক গৃহবধ‍ূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাকিলা ওই গ্রামের সুজন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী ছিল খালাতো ভাই-বোন। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। সংসার জীবনে তাদের কোনো সন্তান ছিলো না। কয়েক মাস আগে পেটের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায় শাকিলার। এ নিয়ে তিনি মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া প্রায়ই এ নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হতো।

দুপুরে বাড়িতে কেউ না থাকায় একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাকিলা। পরে পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
 
গণেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, এর আগেও শাকিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মানসিক সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে জানান তিনি।
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।