ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান মিয়ার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আহাজ্জাত মহসীন খিপুর সমর্থকদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তুত ১৫ জন আহত হয়।

এ ঘটনায় পুলিশ পরাজিত মেয়র প্রার্থী আহাজ্জাত মহসীন খিপু ও তার ছেলে মোজাহিদ মহসীনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রিমা বেগমের সমর্থক ও তাহমিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় শান্তিশৃংখলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। তবে স্বতন্ত্র মেয়র প্রার্থী আহাজ্জাত মহসীন খিপু ও তার ছেলে মোজাহিদ মহসীনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।