ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে পৃথক মারামারিতে আহত ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
বরিশালে পৃথক মারামারিতে আহত ১৪

বরিশাল: বরিশালের উজিরপুরে ও বাবুগঞ্জে পৃথক মারামারির ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে উজিরপুরের গাজীরপাড় এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হন।

আহতদের মধ্যে সাতজনকে বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন পারভীন (৩৫) ও তার স্বামী আকবর বেপারী (৫৫), বকুল বেপারী (৪০) ও তার স্বামী আবুল বেপারী (৫০), হারুন বেপারী (৬০), তানিয়া (২৯) ও মিন্টু বেপারী (৩৬)।

এর মধ্যে বকুল বেপারীর অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন।

অপরদিকে, বাবুগঞ্জের ভূতুরদিয়ায় পৃথক মারামারির ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়।

তারা হলেন নাছিমা বেগম (৪০) ও তার ছেলে ইলিয়াস (১৮), আলআমিন (২৫) ও রুম্মান (২৮)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

এছাড়াও উজিরপুরের পাংশা এলাকায় রোজিনা আক্তার (২৬) নামে এক নারী প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।