ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
নীলফামারীতে গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় মোহসোনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার সোনারায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহসোনা দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

নিহতের ভাই মো. খায়ের অভিযোগ করেন, মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাতে আমার বোনকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে স্বামীসহ তার পরিবারের সদস্যরা।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বাংলানিউজকে জানান, ভোরে মোহসোনাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্তের প্রস্ততি চলছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।