ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘জনগণ যেন নির্যাতনের শিকার না হয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
‘জনগণ যেন নির্যাতনের শিকার না হয়’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে নিয়ম-কানুন মেনে অর্পিত দায়িত্ব পালন করতে ৠাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে সংস্থাটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবাইকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যাতে জনগণের কোনোরকম কষ্ট না হয়, তারা যেন কোনোরকম অহেতুক নির্যাতনের শিকার না হয়, নিগৃহীত না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে।

‘এই জনগণ কারা আপনাদের-আমাদের সবারই তো আত্মীয়, পরিবার, আপনজন। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘র্যাবের প্রতিটি সদস্যকে বলবো জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল লক্ষ্য। আইন-কানুন, নিয়ম-নীতি মেনে অর্পিত দায়িত্ব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ’

শেখ হাসিনা বলেন, ‘মনে রাখতে হবে আপনারা একটি শৃঙ্খলা-বাহিনীর সদস্য। প্রতিটি সদস্যকে দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ’ 

‘নৈতিক স্খলন যেকোনো বাহিনীর মনোবল দুর্বল করে দেয়। ’

তিনি বলেন, ‘মনে রাখবেন জনগণের পয়সায় আপনাদের- আমাদের সবার বেতন-ভাতা বা আমরা যাই পাই এটা কিন্তু সাধারণ মানুষের অর্থে আসে। ’

দেশের উন্নয়নে শান্তিপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। একটি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন আইন-শৃঙ্খলা, যাতে উন্নত হয়, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। দেশের মানুষের ভেতরে একটা আস্থা ও বিশ্বাস সৃষ্টি করতে হবে। ’

‘মানুষকে আগামী দিনে সুন্দরভাবে বাঁচার, সুন্দর জীবনের স্বপ্ন দেখাতে হবে। ’
 
অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, জঙ্গি, মাদক, সুন্দরবনে জলদস্যু দমন, দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী দমন, চোরাচালান, অপহরণ, মানবপাচার, জাল মুদ্রা, জাল পাসপোর্ট প্রস্তুত, অবৈধ ভিওআইপি কল, খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধ দমনে ৠাবের সফলতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, সব ধরনের অপরাধ দমনে ৠাব অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তারা যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ৠাব যথেষ্ট সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।  

বিপথগামী যারা সুপথে ফিরবে তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চরমপন্থী, সন্ত্রাসী, জঙ্গি যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করছে তাদের সব রকমের সহযোগিতা করে জীবন-জীবিকার সুযোগ করে দিতে হবে। এ ব্যাপারে যা যা করণীয় সরকার তা করবে। ’
 
তিনি বলেন, ‘এরইমধ্যে যে ক’জন আত্মসমর্পণ করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাদের তালিকা করার, তাদের আমরা অর্থনৈতিকভাবে সহায়তা করবো।  বিপথে যারা যায় তাদের কিভাবে বিরত করা যায় এজন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। ’
 
জঙ্গি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে, অভিযান অব্যাহত রাখতে হবে। ’ 

বিদেশি নাগরিক, পুরোহিত, যাজকসহ বিভিন্ন হত্যাকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত সুপরিকল্পিতভাবে... এটা যে পরিকল্পিত দূরভিসন্ধী নিয়ে করা, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তা একেবারে স্পষ্ট।

রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে যেন না ঘটে সেটাই আমরা চাই। এ ধরনের ঘটনা ঘটলে জঙ্গি-সন্ত্রাসীরাও উৎসাহিত হয়।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বাগত বক্তব্য রাখেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
 
অনুষ্ঠানে র‌্যাবের সফলতা ও কার্যক্রম নিয়ে তিনটি ভিডিও ডকুমেন্টরি দেখানো হয়।

**প্রতিরক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭/আপডেট: ১৫৪১ ঘণ্টা 
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ