ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল: উচ্চ শিক্ষাসহ ৪ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রী সাধারণ।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা এলাকায় এ অবরোধ করেন।

দুপুর সোয়া ১টা থেকে উচ্চ শিক্ষাসহ ম্যাথ শিক্ষার্থীদের বিএফএফ ডিগ্রি, জাতীয় সমস্যা দূরীকরণ আহ্বায়ক কমিটির আয়োজনে এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, কোনো ধরনের অপ্রীতির ঘটনা যেন না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad