ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে শিক্ষকদের প্রতীকী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
বরিশালে শিক্ষকদের প্রতীকী অনশন

বরিশাল: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, ননএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বরিশালে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। 

বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি আবদুল মালেক হাওলাদার।

এতে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা দাশগুপ্ত আশীষ কুমার, সাধারণ সম্পাদক আসাদুল আলাম আসাদ, আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সুদৃষ্টি কামনা করেন। পাশাপাশি অনশনে শিক্ষকদের দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন সংগীতও পরিবেশন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।