ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারা- ছবি: শাকিল আহমেদ

ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি। দাবি না মানলে লাগাতার অবস্থান ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির নেতারা।

বুধবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী।

রুহুল আমিন চৌধুরী বলেন, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সেখানে ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় ইবতেদায়ী শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার একযোগে ২৬ হাজার ১শ’ ৯৩টি বেসরকারি প্রথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণ করে নাই।

মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মূসা ভুইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।