ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

অস্ট্রেলিয়ার দূতাবাসের সামনে উচ্ছেদ অভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
অস্ট্রেলিয়ার দূতাবাসের সামনে উচ্ছেদ অভিযান চলছে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে উচ্ছেদ অভিযান চলছে-ছবি ও ভিডিও-দীপু মালাকার

ঢাকা: অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে ফুটপাত দখল করে বানানো বিভিন্ন স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযান চলছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর গুলশান ২ নম্বরে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে উচ্ছেদ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল ইসলাম।

এছাড়া ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্ত‍ারা উপস্খিত আছেন।

অভিযানে অংশ নেয়া সিটি করপোরেশনের কর্মীরা বুলডোজার দিয়ে ফুটপাতে রাখা ট্রি প্লান্টার সরিয়ে দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ২৬,২০১৭
এমএ/আরআর/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।