ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জলঢাকায় ইয়াবাসহ দুই সহোদর ও গরুসহ চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
জলঢাকায় ইয়াবাসহ দুই সহোদর ও গরুসহ চোর আটক ইয়াবাসহ আটক দুই সহোদর। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। উপজেলার আরেকটি এলাকা থেকে চোরাই গরুসহ এক চোরকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে (২৫ এপ্রিল) উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারের পাশে সুরাইয়া ফিলিং স্টেশনের সামনে ওই দুই ভাইকে এবং পৌর এলাকা ভেড়ামারা (ডাংগাপাড়া) গ্রাম থেকে ওই চোরকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক দুই সহোদর হলেন- রফিকুল ইসলাম (২২) ও বাবুল হোসেন  (২০)।

এরা খুটামারা ইউনিয়নের কিসামত বটতলী গ্রামের আশরাফ আলীর ছেলে।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, ওই দুই ভাই দীর্ঘদিন থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আর চোরাই গরুসহ আটক ব্যক্তি হলেন- জলঢাকা পৌর এলাকার ভেড়ামারা (ডাংগাপাড়া) গ্রামের মৃত ছকদ্দি মামুদের ছেলে তবিবর রহমান ( ৬০)। চুরির বিষয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad