ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাদ্য বিষক্রিয়ায় মারা গেলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
খাদ্য বিষক্রিয়ায় মারা গেলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুরে দাওয়াত খেয়ে খাদ্য বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানেরও মৃত্যু হয়েছে। এর আগে মারা গেছেন জোবাইদা খাতুন (৩০) নামে এক নার্স।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টা ২৫ মিনিটের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ডা. মনিরুজ্জামানের মৃত্যু হয়। এ খবর বাংলানিউজকে জানিয়েছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান।

দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হেডক্লার্ক আলমগীর হোসেনের বাড়িতে দাওয়াত খাওয়ার পর খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন ডা. মনিরুজ্জামান ও জোবাইদা। অসুস্থ হয়ে পড়েন আলমগীরও। তাদের শজিমেকে আনার পর ৯টার দিকে মারা যান জোবাইদা। এরপর মারা গেলেন মনিরুজ্জামান। চিকিৎসাধীন হেডক্লার্ক আলমগীর হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।  

এ বিষয়ে কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা হেডক্লার্ক আলমগীর হোসেনর বাসভবনে দাওয়াত খান। বিকেলের দিকে ডা. মনিরুজ্জামান, জোবাইদা ও আলমগীরসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে শজিমেকে ভর্তি করা হয়।  

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জোবাইদা ও ডা. মনিরুজ্জামানের মৃত্যু হয়। খবর পেয়ে সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা শজিমেক হাসপাতালে ছুটে গেছেন।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি/এইচএ/

** সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় সেবিকার মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad