ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাসারিপাড়া কেন্দ্রে বিএনপির দুই এজেন্ট বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
খাসারিপাড়া কেন্দ্রে বিএনপির দুই এজেন্ট বহিষ্কার

বিয়ানীবাজার (সিলেট) থেকে: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির দুই এজেন্টকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী।

বহিষ্কৃতরা হলেন- এমদাদুর রহমান ও সুমন আহমদ।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আনোয়ারুল হক বাংলানিউজকে জানান, তারা দু’জনই ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আবু নাসের পিন্টুর এজেন্ট।

এ দুই এজেন্ট কেন্দ্রের ৫/৬ নং বুথে কর্তব্যরত ছিলেন।

ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এ দুই এজেন্ট তা ব্যবহার করেছেন। এ অপরাধে তাদের অনধিক ৬ মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে লঘুদণ্ড হিসেবে তাদের বহিষ্কার করা হয়েছে ও আটক রাখা হয়েছে।

ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান জিয়াউল ইসলাম।

কেন্দ্রটিতে মোট ২ হাজার ৪০৫ জন ভোটার ৭টি কক্ষে ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad