ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আন্তর্জাতিক অপহরণকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আন্তর্জাতিক অপহরণকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

ঢাকা: মাদারীপুরের শিবচর থেকে এক নারীসহ আন্তর্জাতিক অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম টিম। 

এসময় তাদের দু’টি অ্যাকাউন্টে প্রায় অর্ধকোটি টাকা জব্দসহ সংশ্লিষ্ট অন্যান্য কাগজ জব্দ করা হয়েছে।  

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর অর্গানাইজড ক্রাইম টিমের বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্লা নজরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

 
 
তিনি জানান, সোমবার (২৪ এপ্রিল) মাদারীপুরের শিবচর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।  
 
গ্রেফতারকৃতরা লিবিয়ায় যেসব বাংলাদেশি অবস্থান করছেন তাদের অপহরণ করে ওইসব মানুষদের পরিবারের (যারা বাংলাদেশে) কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করতো। এছাড়া বিভিন্ন ভয়ভীতিও দেখাতো।

আসামিদের বরাত দিয়ে তিনি আরো জানান, মুক্তিপণের টাকা নেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হতো। এ সংক্রান্ত আরো বেশ কিছু গ্রুপের সন্ধান পাওয়া গেছে।  

এসব চক্রের সদস্যরা দেশে ও বিদেশে ছড়িয়ে আছে, যারা বিদেশে বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছে বলেও জানান তিনি।  

এ বিষয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় সিআইডি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।