ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

রাজবাড়ী: রাজবাড়ীতে আজিজুল হক (৫০) নামে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২৪ এপ্রিল) রাজবাড়ীর ১নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. শামসুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজিজুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার পুলিশ ২০১০ সালের ১০ অক্টোবর সাড়ে চার কেজি গাঁজাসহ আজিজুল হককে আটক করে। ২০১৫ সালের ৩১ মার্চ এ মামলার রায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কিন্তু রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।