ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লাকী আখন্দের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
লাকী আখন্দের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক লাকী আখন্দের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

ঢাকা: কিংবদন্তি গীতিকার ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব করা হয়।

ক্যান্সারে আক্রান্ত হয়ে লাকী আখন্দ গত ২১ এপ্রিল (শুক্রবার) ঢাকার আরমানিটোলার নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় গীতিকার লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মন্ত্রিসভা।

“লাকী আখন্দের মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো”, বলেন সচিব।
 
তিনি বলেন, মন্ত্রিসভা শোক প্রকাশ করে এবং তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
 
আখন্দের কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, ১৯৫৬ সালে ঢাকার আরমানিটোলায় জন্মগ্রহণ করেন লাকী আখন্দ। তিনি শিশু বয়সেই রেডিও শিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। চৌদ্দ বছর বয়সে এইচএমবি পাকিস্তানের সুরকার এবং ষোল বছর বয়সে এইচএমবি ভারতের সুরকার হিসেবে নিযুক্ত হন।
 
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মাত্র ১৫ বছর বয়সে একাত্তরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন। কিংবদন্তি এ সঙ্গীত শিল্পীর সুরারোপিত গান মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতো, আমরাও শুনেছি ওই সময়ে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে দেশের সঙ্গীতের নতুন ধারা প্রবর্তনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এ শিল্পী। ”  
আশির দশকে সারগামের ব্যানারে প্রথম অ্যালবাম প্রকাশিত হয় লাকী আখন্দের।
 
তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, স্বাধীনতা তোমাকে নিয়ে, এই নীল মণিহার, আবার এল যে সন্ধ্যা, কবিতা পড়ার প্রহর এসেছে, আমায় ডেকো না, আগে যদি জানতাম, মা মনিয়া, লিখতে পারি না কোন গান, রীতিনীতি জানি না ইত্যাদি। এগুলো খুবই জনপ্রিয় গান, ওনার লেখা ও সুর করা।
 
তিনি দেড় হাজারের বেশি গানে সুরারোপ করেন এবং বাংলা গানে এক নতুন ধারার সূচনা করেন বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব।
 
১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকিরের ‘ঘুড্ডি’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় বিশেষ খ্যাতি অর্জন করেন এ শিল্পী।

** হাওর এলাকায় পুনর্বাসনে তৎপর হওয়ার নির্দেশ
 
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এমআইএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।