ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সারাদেশে ফের লঞ্চ চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
সারাদেশে ফের লঞ্চ চলাচল শুরু

ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর সারাদেশে ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এর আগে বেলা পৌনে ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তারও আগে সকালে একবার লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।  

এ বিষয়ে সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক (বিআইডব্লিউটিএ) জয়নাল আবেদিন বাংলানিউজকে জানান, ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এরপর সকাল ১০টার দিকে আবহাওয়ার একটু উন্নতি হলে ফের লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু পৌনে ১১টার দিকে আবহাওয়া আবারও খারাপ হওয়ায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।  

জয়নাল আবেদিন আরো বলেন, সকাল ১০টার পর ৩-৪টি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যায়। ছেড়ে যাওয়া লঞ্চগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হয়।  

**সারদেশে ফেল লঞ্চ চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ২৪,২০১৭
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।