ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
বেনাপোলে ৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক আটক স্বর্ণের বারসহ মহাসিন কবীর

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় পুটখালী সড়ক থেকে আটটি স্বর্ণের বারসহ মহাসিন কবীর (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টা দিকে মহাসিন কবীরকে আটক করে ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি সদস্যরা। আটক মহাসিন কবীর শার্শার গোগা ইউনিয়নের কালিয়ানি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোলের পুটখালী সড়কের বটতলা বিজিবি পোস্ট থেকে মহাসিন কবীর নামে এক যুবককে আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৮টি (১ কেজি ৩৩০ গ্রাম) স্বর্ণের বার জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম স্বর্ণসহ পাচারকারীকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এজেডএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।