ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রানা প্লাজায় নিহত শ্রমিকদের ফুলেল শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
রানা প্লাজায় নিহত শ্রমিকদের ফুলেল শ্রদ্ধা রানা প্লাজা ট্র্যাজেডির নিহত শ্রমিকদের স্মরণে সাভারে নির্মিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা

সাভার (ঢাকা): রানা প্লাজা ট্র্যাজেডির চার বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে সাভারে নির্মিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে শ্রমিকরা মিছিল সহকারে এসে তাদের শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত শ্রমিকরা অবিলম্বে ভবন মালিক রানাসহ দোষীদের ফাঁসি ও সরকারকে ভবন ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে  ক্ষতিপ‍ূরণ দেওয়ার দাবি জানান।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, সোমবার রানা প্লাজা ধসের ঘটনায় সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানাগুলো বন্ধের দাবি জানালেও কারখানাগুলো খোলা রয়েছে। পরে দিনটিকে সরকারি ভাবে ছুটি ঘোষণা করারও দাবি জানান শ্রমিকরা।

এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে সাজোয়া যানও।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।