ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
নীলফামারীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি নীলফামারীতে কালবৈশাখীতে ভেঙে গেছে বাড়িঘর

নীলফামারী: নীলফামারী জেলার ৬টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ফসল, গাছপালা ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) ভোরে প্রায় ঘণ্টা ধরে বয়ে যায় এ ঝড়।

জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছপালা উপরে পড়ে।

ভেঙে পড়ে মাটির তৈরি ঘর। ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে ইরি-বোরো ধান ও ভূট্টা খেতের অপূরণীয় ক্ষতি হয়েছে। নীলফামারীতে কালবৈশাখীতে ভেঙে গেছে গাছ

বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুড়ো জেলা। পরে বেলা ১১টায় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও অধিকাংশ এলাকা এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
 
নীলফামারী কৃষি বিভাগের উপ-পরিচালক ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, কালবৈশাখী ঝড়ে জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ণয়ে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের মাঠ কর্মীরা কাজ করছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।