ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
 দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩ যমুনা অটোমেটিক রাইস মিলে

দিনাজপুর: দিনাজপুরে যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মনোরঞ্জন রায় (৩৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

সোমবার (২৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রমেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মারুফুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের শরীরের ৯৩ শতাংশ দগ্ধ ছিলো।

এছাড়া চিকিৎসাধীন বাকি রোগীদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে বুধবার (১৯ এপ্রিল) প্রতিদিনের মতো দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড় এলাকার যমুনা অটোমেটিক রাইস মিলে বয়লার বিস্ফোরণের দিন সকাল থেকে ধান ছাঁটাইয়ের কাজ চলছিল। দুপুরে মিলের বয়লার প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরিত হয়। এতে ৩০ জন দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকাল সাড়ে দশটা পর্যন্ত সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে।

ওই ঘটনায় দগ্ধ হয়ে রমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শরিফুল (৩০), এনামুল (৩৫), বাদল (৩৫) বীরেন (৩০) ও আনিছুর (৩৫)।

এছাড়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমন মিয়া (৩৫) নামে একজনকে গতরাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।