ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‍তিন ঘণ্টা বন্ধের পর সারাদেশে লঞ্চ চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
‍তিন ঘণ্টা বন্ধের পর সারাদেশে লঞ্চ চলাচল শুরু

ঢাকা: ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সারাদেশে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে লঞ্চ চলাচল। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

লঞ্চ চলাচলের বিষয়টি বাংলানিউজকে জানান, সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক (বিআইডব্লিউটিএ) জয়নাল আবেদিন।

 

তিনি বলেন, অতি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সারাদেশে সোমবার ( ২৪ এপ্রিল) ভোর থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল থেকে সদরঘাট থেকে বিভিন্ন নৌ-রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ২৪,২০১৭
এসজে/আরআর/বিএস 

**সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ​


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।