ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলশানে মাথায় ফুলের টব পড়ে নিরাপত্তকর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
গুলশানে মাথায় ফুলের টব পড়ে নিরাপত্তকর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকায় মাথার উপরে ফুলের টব পড়ে কর্মী আবদুল বারেক (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) রাত ১০টার দিক এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানান, মৃত বারেক গুলশান কালাচাঁদপুর এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সময় পাশেই নির্মাণাধীন একটি ৬তলা ভবনের ছাদ থেকে ফুলের টব মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গুলশান-২ এ অবস্থিত একটি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন বারেক।  

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।