ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ৯ হাজার কেজি জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ফেনীতে ৯ হাজার কেজি জাটকা জব্দ

ফেনী: ফেনীতে ৯ হাজার কেজি জাটক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জাটকার মূল্য সাড়ে ২৫ লাখ টাকা।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে শহরের আদালতপাড়া মাছের আড়ৎ থেকে জাটকাগুলো জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১৮-৫১৪৫) থেকে ৯ হাজার ৫শ’ ৭৫ কেজি জাটকা জব্দ করা হয়।

বিক্রি নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে চালক সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। পরে এগুলো জেলার ৯০টি এতিমখানায় বিতরণ করা হয়।  

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মুনিরুজ্জমান, ফেনী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ছৈয়দ মোস্তফা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।