ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে রানা প্লাজার শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
সাভারে রানা প্লাজার শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন সাভারে রানা প্লাজার শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন

সাভার, ঢাকা: বহুল আলোচিত সাভারে ধসে পড়া রানা প্লাজার চার বছর উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মোমবাতি  প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১৯ সংসদ সদস্য ডা.এনামুর রহমান। এসময় কয়েশ’শত মোমবাতি প্রজ্বলন করা হয়।

ডা.এনামুর রহমান বলেন, বর্তমান সরকার রানা প্লাজা ধসের সঙ্গে জড়িতদের বিচার করছে। এসময় তিনি নিহত শ্রমিকদের রুহের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- শ্রমিক নেত্রী নাজমা আক্তারসহ, বিভিন্ন পেশাজীবী মানুষ ও বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।