ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুসিক নির্বাচনে স্থগিত চার ওয়ার্ডের পুনর্ভোট মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
কুসিক নির্বাচনে স্থগিত চার ওয়ার্ডের পুনর্ভোট মঙ্গলবার

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে অনিয়মের কারণে বন্ধ ঘোষিত চারটি কেন্দ্রের ভোট ফের গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল)।

এরইমধ্যে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান মাঠ প্রশাসনকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, ৩০ এপ্রিল অনুষ্ঠিত ওই নির্বাচনে অনিয়মের কারণে চারটি ওয়ার্ডের দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এতে দু’টি সংরক্ষিত আসন ও দু’টি সাধারণ আসনের ফলাফল নির্ধারিত হয়নি। ফলে দুই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে।
 
নির্বাচনের দিন ৭ নম্বর ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ড এবং ২১ ও ২৭ নম্বর সাধারণ ওয়ার্ডের ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্রে ৭ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডের সদস্যদের জন্য ৮১ নম্বর কুমিল্লা সরকারি সিটি কলেজ (কেন্দ্র নম্বর-২) ও ১০১ নম্বর চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
কুসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। এরইমধ্যে তার নির্বাচিত হওয়ার গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৩ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।