ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানারীপাড়ায় এইচএসসি’র প্রশ্নপত্রসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বানারীপাড়ায় এইচএসসি’র প্রশ্নপত্রসহ আটক ৪

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রের বাইরে বসে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র দেখে উত্তরপত্র তৈরির সময় এক পরীক্ষার্থীসহ চার জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে চাখার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- এসএস প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক আ. ছালাম, চাখার ফজলুল হক কলেজের ডিগ্রির ছাত্র সুব্রত বালা, আরিফুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আজিজ।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা চলাকালে কেন্দ্র ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে কেন্দ্র থেকে প্রশ্নপত্র বের করার সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।