ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বিশ্ব আমাদের নির্বাচনের দিকে তাকিয়ে আছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
‘বিশ্ব আমাদের নির্বাচনের দিকে তাকিয়ে আছে’ বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. মাহবুব তালুকদার। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. মাহবুব তালুকদার বলেছেন, বিশ্ববাসী আমাদের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দুই মাসের নবম বিশেষ বুনিয়াদি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি মাহবুব বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও অবাধ হতে হবে।

সব দলের অংশীদারিত্বে না থাকলে গণতন্ত্র কখনো শক্তিশালী হয় না। ভঙ্গুর নির্বাচন দিয়ে ভঙ্গুর গণতন্ত্র কায়েম করা যায়, যা আমাদের কছে কখনোই কাম্য নয়। আমরা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চাই।  

এসময় আরও উপস্থিত ছিলেন বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের (বিপিটিসি) উর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত বিভিন্ন জেলার ৩৬ জন প্রশিক্ষার্থী কোর্সে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।