ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খোয়াই নদীর পানি বিপদসীমার ১ মিটার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
খোয়াই নদীর পানি বিপদসীমার ১ মিটার ওপরে

হবিগঞ্জ: টানা কয়েক দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বেড়ে বিপদসীমার এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দু’পাড়ের ফসলি জমি তলিয়ে গেছে।

রোববার (২৩ নভেম্বর)) দুপুরে নদীপাড়ে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর প্রবল স্রোত দু’পাড়ের ময়লা-আবর্জনা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আশপাশের সবজি, কলা গাছ ও অন্যান্য ফসলের জমি তলিয়ে গেছে।

 

এদিকে, নদীর এই রূপ দেখতে শহরতলীর মাছুলিয়া ব্রিজে শতাধিক জনতার ভিড় জমেছে।

স্থানীয়দের ধারণা, প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে শহরের নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাবে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. পাভেল বাংলানিউজকে জানান, নিম্নচাপের প্রভাবে খোয়াই নদীর পানি বেড়ে বিপদ সীমার এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে পানি কমার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো জানান, খোয়াই নদীর পানি বৃদ্ধির বিষয়টি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ