ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাঁসের মড়ক ডার্কপ্লেগ রোগে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
হাঁসের মড়ক ডার্কপ্লেগ রোগে! হাওরে ভেসে থাকা মৃত হাঁস

সিলেট: হাওরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে হাঁস মারা যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে ডার্কপ্লেগ রোগ চিহ্নিত করেছে ঢাকাস্থ পশু রোগ অনুসন্ধান কেন্দ্র। আলামত পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিশেষজ্ঞরা।
 
 

প্রাণিসম্পদ বিভাগ সিলেটের অতিরিক্ত পরিচালক (লাইভ স্টক) ডা. মো. গিয়াস উদ্দিন বাংলানিউজকে এমন তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিবেদন না আসলেও রোববার (২৩ এপ্রিল) ঢাকার পশুরোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্র থেকে তাকে ফোনে এমন তথ্য জানানো হয়েছে।  

তবে আরও কোনো রোগ রয়েছে কিনা-তা উদঘাটন করতে গবেষণা অব্যাহত রয়েছে।

যে কারণে প্রতিবেদন আসতে বিলম্ব হতে পারে!

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম দূষিত পানি, মরা মাছ খেয়ে ডার্কপ্লেগ বা ডায়রিয়াজনিত কারণে হাঁসে মড়ক দেখা দিয়েছে। সেজন্য সিলেট ও সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওর থেকে দু’টি করে মরা হাঁসের স্যাস্পল ঢাকায় পাঠানো হয়েছিল।  

সিলেট বিভাগে ৩ হাজার ৯০৩টি হাস মারা গেছে। প্রতিটি হাঁসের দাম ২শ’ টাকা হিসেবে ৭ লাখ ৮০ হাজার ৬শ’ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসাব দেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।