ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর নিউমার্কেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুস সালাম (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুই শ্রমিক আহত হন।

নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে রোববার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শফিকুল ইসলাম (৪৩) ও রবিউল ইসলাম (৪৬) ।

রাজশাহীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তসলিমা খাতুন বাংলানিউজকে বলেন, নিউমার্কেট এলাকার নির্মাণাধীন ওই ভবনে তিন শ্রমিক কাজ করছিলেন। ভবনে একটি সাইনবোর্ড উঠাতে গেলে সড়কে থাকা বিদ্যুতের তারের সঙ্গে লেগে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুস সালামকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত শফিকুল ও রবিউলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আবদুস সালাম নিহতের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসএস/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad