ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন

ঢাকা: সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একটি বেসরকারি সংস্থার (এনজিও) উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে এ সফরে আসছেন তিনি।

আগামী বুধবার (২৬ এপ্রিল) ঢাকায় এসে ২৪ ঘণ্টারও কম সময় থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ফিরে যাবেন ক্যামেরন।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার (২৩ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, প্রথমে চার দিনের সফরে ২৫ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ডেভিড ক্যামেরনের। পরে তার আগমনের তারিখ ২৬ এপ্রিল নির্ধারিত হয়। তিনি আসছেন একটি এনজিও’র আমন্ত্রণে। ওই সংস্থাটির উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে ২৭ এপ্রিলই ক্যামেরন ফিরে যাবেন।  

তবে ফেরার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের সাবেক এ সরকারপ্রধান।

ব্রিটেনে আগাম সংসদ নির্বাচন (জুনে) ঘোষণা হওয়ায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরন তার ঢাকা সফর সংক্ষিপ্ত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।