ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

অটোরিকশা বন্ধ রেখে সমাবেশে যোগ দিতে আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
অটোরিকশা বন্ধ রেখে সমাবেশে যোগ দিতে আহ্বান অটোরিকশা বন্ধ রেখে সমাবেশে যোগ দিতে আহ্বান। ছবি: রানা-বাংলানিউজ

ঢাকা: পহেলা মে শ্রমিক দিবসে সব সিএনজি চালিত অটোরিকশা ও অটোরিকশা বন্ধ রেখে মতিঝিলে শ্রমিক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ও মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৭ হতে শ্রমিক বিরোধী সব আইন বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নেতা মো. রুস্তম আলী সরদার, নূর মোরশেদ, সাখাওয়াত হোসেন দুলাল।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি একটি আইনের তফসিল পাস হয়েছে। তফসিলে চালককে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। চালককে ফাঁসি দেওয়া যাবে এ আইনে। ডান্ডা মেরে ঠান্ডা করার আইন পাশ করার চেষ্টা চলছে। আমরা তা কিছুতেই মেনে নিবো না।

এ ছাড়া মঙ্গলবার (০২ মে) প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান সংগঠনটির নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ইউএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।