ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘মায়ের কণ্ঠের সেই সুর এখনো কানে বাজে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
‘মায়ের কণ্ঠের সেই সুর এখনো কানে বাজে’ ‘মায়ের কণ্ঠের সেই সুর এখনো কানে বাজে’

সাভার, ঢাকা: ‘মায়ের কণ্ঠের সেই সুর এখনো কানে বাজে, এখনো যেন আমি মায়ের কণ্ঠের জয় নাম ধরে ডাকা শুনতে পাই’ কান্নাজড়িত কণ্ঠে বাংলানিউজকে এসব কথা বলছিল রানা প্লাজা ভবন ধসে নিহত গোলাপী রানীর আট বছরের মেয়ে জয়।

২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ভবন ধসে ১১৩৬ জন নিহত হন। নিহতদের তালিকায় রয়েছেন গোলাপী রানী।

তিনি নিউ ওয়েভ স্টাইল লি. পোশাক কারখানার চতুর্থ তলায় ফিনিশিং ম্যানের কাজ করতেন।

গোলাপী রানীর স্বামী সুকুমার দাস বাংলানিউজকে বলেন, ভবন ধসের দিন চার তলা থেকে সিঁড়িতে বসা অবস্থায় গোলাপিকে উদ্ধার করি। সেসময় গোলাপির শরীরে কোনো আঘাতের দাগ ছিল না। শুধু তার একটা নখ ভাঙা ছিল। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয় বাংলানিউজকে বলে, মা এখনো আমায় আদর করে জয় বলে ঘুম ভাঙায়। সন্ধ্যা হলেই অফিস থেকে ফিরে আমাকে ডাকে। মা মাঝে মধ্যে আমার স্বপ্নে আসে, আবার চলে যায়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।